• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেশে প্রতিবছর ক্যান্সারে মৃত্যু সাড়ে ৯১ হাজার: শিল্প প্রতিমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

রাজধানীতে আয়োজিত ক্যান্সার সচেতনতামূলক এক আলোচনা সভায় বক্তরা বলেছেন, দেশে প্রতিবছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। আর বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে বছরে মারা যাচ্ছেন ৯১ হাজার ৩৩৯ জন।

বক্তারা বলেন, এ ছাড়া ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবোক্যানের’ সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ।

আজ সোমবার রাজধানীর মিরপুরের রূপনগরে মনিপুর স্কুল ও কলেজে ‘সচেতনতায় জীবন বাঁচায়’ শীর্ষক ক্যান্সার সচেতনতামূলক এক আলোচনা অনুষ্ঠানে এ সব তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মাসুমুল হক। মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ২০৩০ সালের মধ্যে বিভিন্ন প্রকার ক্যান্সারে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে, যার মূল ভুক্তভোগী হবে নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনগণ।

দেশে বর্তমানে গড়ে প্রায় ৪ কোটি পূর্ণবয়স্ক মানুষ বিভিন্ন উপায়ে তামাক ব্যাবহার করে এ কথা তুলে ধরে বক্তারা বলেন, শুধু ধূমপান বর্জন করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৩ ভাগ পর্যন্ত হ্রাস করা সম্ভব।

বাংলাদেশের পুরুষদের মধ্যে প্রধান তিনটি ক্যান্সার হলো ফুসফুসের ক্যান্সার, মুখ ও মুখগহ্বরের ক্যান্সার এবং খাদ্যনালী ও পাকস্থলীর ক্যান্সার। মহিলাদের মধ্যে প্রধান ক্যান্সার তিনটি হলো স্তন ক্যান্সার, জরায়ু-মুখ ক্যন্সার ও মুখ ও মুখগহ্বরের ক্যান্সার বলে মূল প্রবন্ধে জানানো হয়।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, দেশের দরিদ্র জনগণকে স্বল্প খরচে ক্যান্সার চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিক। সরকার ১৬০০ কোটি টাকা ব্যয়ে ৮টি বিভাগে ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে ক্যান্সারের আধুনিক চিকিৎসা সুবিধা দেশের সর্বত্র পৌঁছে দেওয়া অনেকটাই সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা