• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কবার্তা জারি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কবার্তা জারি করেছে সরকার জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিউজিল্যান্ডে ভ্রমণে যেতে হলে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বন করতে হবে।

ক্রাইস্টচার্চে হামলার সবশেষ পরিস্থিতি জানাতে আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁর মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন। 

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গত ১৫ মার্চ শ্বেতাঙ্গ উগ্রবাদীর চালানো হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ বাংলাদেশি। আহত হয়েছেন দু’জন। আর নিখোঁজ রয়েছেন একজন। তিনি বলেন, ক্রাইস্টচার্চের হামলায় নিহত ৫ জন বাংলাদেশি নাগরিক হলেন ড. আব্দুস সামাদ, হোসনে আরা, মোজাম্মেল হক, এম জাকারিয়া ও ওমর ফারুক। আহত দু’জন হলেন লিপি ও মুনতাসীম। এছাড়া নিখোঁজ রয়েছেন শাওন নামে একজন। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা