• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সিলেটে চা বাগান কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট ও মৌলভিবাজারসহ ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সিলেট জেলা ও মৌলভিবাজার জেলার ১৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলাগুলো হলো জেলার সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার, মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল। 

সিলেটে চা বাগান কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন। সকাল ৯টা থেকে নারী ভোটারররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সকাল সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার আলীবাহার চা বাগান কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী চা শ্রমিকরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে চা বাগান ছাড়া অন্য কেন্দ্রগুলো প্রায় ভোটার শূন্য রয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা