• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪  

ধানচাল মজুত বিরোধী অভিযান চলমান রাখতে খাদ্য অধিদপ্তরের মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে সরকার। রবিবার (২৮ জানুয়ারি) খাদ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। 

আদেশে বলা হয়, বর্তমান সারা দেশে ধান, চাল, আটা ও ময়দার বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুত বিরোধী অভিযান চলমান রয়েছে। 

এ অবস্থায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাজার মনিটরিং ও অবৈধ মজুত বিরোধী অভিযান চলমান রাখার স্বার্থে খাদ্য অধিদপ্তরের মাঠপর্যায়ের সব কর্মকর্তা/কর্মচারীদেরকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা