• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জনগণ যাকে খুশি ভোট দিক, নির্বাচনটা যেন সুষ্ঠু হয়: শেখ হাসিনা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪  

‘অনেক বাধা বিপত্তির মধ্যেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে’ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি দেশের মানুষের কল্যাণ চায় না, গণতান্ত্রিক ধারা চায় না বলেই সন্ত্রাস নৈরাজ্য করছে।’

রবিবার সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘অনেক সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এটাই বড়।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ভোটের পক্ষে থাকার কথা নয়। তাদের উৎত্থান সন্ত্রাসের মাধ্যমে। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। নৌকার জয় হবে। জনগণের আস্থা অর্জনে সক্ষম আওয়ামী লীগ।’

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘নিজ ঘরে ক্ষমতার জন্য যারা সন্ত্রাস করে তারা জনগণের রাজনীতি করে না।’

‘গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ধরে রাখতে যা যা করণীয় তা করেছে আওয়ামী লীগ সরকার’ বলেন দলটির সভাপতি।

তিনি আরও বলেন, ‘জনগণ আওয়ামী লীগের পাশে আছে।’

এসময় ‘বিএনপি-জামায়াতের হরতাল তাল হারিয়ে ফেলেছে’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগহ সভাপতি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকাল ৮টা ০২ মিনিটে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন।

এর আগে সকাল ৭টা ৫৫ মিনিটে সিটি কলেজ কেন্দ্রে পৌঁছান শেখ হাসিনা। এসময় তার বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

আজ ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা