• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নির্বাচন পর্যবেক্ষণ করে যা জানালেন ডিএমপি কমিশনার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের পর্যবেক্ষণেও কোন ধরনের অনিয়ম চোখে পড়েনি।

তিনি বলেন, ‘ভোটগ্রহণ শুরুর পর থেকেই আমরা সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। কোনো অনিয়ম চোখে পড়েনি। তাছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।’

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা উত্তর সিটির বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘যথা সময়ে ঢাকা সিটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন সাংবাদিক, ভোটার, প্রার্থী ও পর্যবেক্ষক কেউই অনিয়মের অভিযোগ করেননি। আমাদের পর্যবেক্ষণেও কোন ধরনের অনিয়ম চোখে পড়েনি।’

স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সকাল থেকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছি। কোথাও ভোটার সংখ্যা বেশি, আবার কথাও কম লক্ষ্য করা গেছে। ভোট প্রদান করা নাগরিকের দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা ভোটারদের আহ্বান জানাচ্ছি।’

এর আগে ডিএমপি কমিশনার বিভিন্ন কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কোনো সমস্যা হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য কেন্দ্র কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে প্রচুর লোক সমাগম থাকলেও ভোটার সংখ্যা খুবই কম। দুই-চারজন করে আসছেন, যাচ্ছেন।

ভোটার উপস্থিতি কম কেন জানতে চাইলে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শাখাওয়াত হোসেনের বলেন, ‘আশপাশে আরো তিনটি কেন্দ্র রয়েছে তাই হয়তো এখানে কিছুটা কম।’

তিনি জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৮১ জন। এর মধ্যে এখন পর্যন্ত ২০০-২৫০ ভোট পড়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা