• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

রাজধানীতে নতুন দুই মাদকের সন্ধান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

রাজধানীর জিগাতলার একটি বাড়িতে বুধবার চালিয়ে আইস ও এমডিএমএ নামের নতুন দুই মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় ওই ভবনের বেজমেন্টে মাদক তৈরির ল্যাবরেটরির সন্ধানও পাওয়া যায়। সেখান থেকে মাদক তৈরির বিভিন্ন উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন মস্তিষ্ক বিকৃতিকারক ওষুধ (সিউডোএফিড্রিন) তৈরির প্রয়োজনীয় সরঞ্জামাদি (ডিস্টিলেশন চেম্বার) ওই ল্যাবে ছিল।

‘আইস’ লবণের মতো দানাদার জাতীয় এবং এমডিএমএ ট্যাবলেট জাতীয় মাদক। প্রত্যেকটিই উচ্চমাত্রার ‍মাদক যা সেবনের পর মানবদেহে উত্তেজনার সৃষ্টি করে। 

নতুন এই দুই মাদকের মূলহোতা হাসিব মোয়াম্মার রশিদ (৩২) নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি পলাতক থাকলেও এর সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম (৫৯) নামে একজনকে আটক কর‍া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম বলেন, মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ও ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে মোহাম্মদপুর এলাকা থেকে পাঁচ গ্রাম আইস পিল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে জিগাতলায় ল্যাবের সন্ধান পাওয়া যায়। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা