• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দগ্ধ ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, দগ্ধ ব্যক্তিদের শারীরিক ও মানসিক ক্ষতি অপূরণীয়। তাদের এই দুঃসময়ে তাদের মনে সাহস জোগাতে আমাদের সরকার সবসময় পাশে থাকবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজের অসহায় মানুষের জন্য নানা প্রকার কাজ করে থাকে। তা ছাড়া সমাজের অসহায়, দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসাটা আমাদের সাংবিধানিক দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার মধ্যেই পড়ে।

বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় হাসপাতালে ভর্তি দগ্ধ প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা আজ এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি এবং চিকিৎসাধীন এই ব্যক্তিদের চিকিৎসা বাবদ জনপ্রতি ২০ হাজার টাকা করে দিয়েছি। তাদের যেকোনো সমস্যায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পাশে থাকবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা জেলা সমাজসেবা অফিসের দুঃস্থ তহবিল থেকেও এই দগ্ধ ব্যক্তিদের অন্যান্য আর্থিক সহায়তার ব্যাপারটি আমরা নিশ্চিত করে দিয়েছি। এর পাশাপাশি সমাজসেবা অধিদফতরের একটি টিম এখানে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-৮ আসনের এমপি হাজী মো. সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নূরুল কবীরসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা