• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আজ থেকে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

করোনা সংক্রমণের মধ্যে ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে ঈদপরবর্তী আবার ট্রাক সেল চালু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার থেকে সারাদেশে এ কার্যক্রম শুরু হয়ে ছুটির দিন ছাড়া ২৬ আগস্ট পর্যন্ত চলবে।
গতকাল রবিবার বাণিজ্যমন্ত্রণালয় ও টিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিসিবির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের কাছে ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রয় করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রয় করা হবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হবে। এর আগে ঈদ উপলক্ষে গত ৫ জুলাই থেকে শুরু হওয়া ‘চলমান ট্রাকে বিক্রি কার্যক্রম’ ১৯ জুলাই থেকে এক সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা