• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কোটা দাবিতে শাহবাগে মুক্তিযোদ্ধা সন্তানদের অবস্থান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

শাহবাগে রাস্তা বন্ধ করে আবারও অবস্থায় নিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তানরা। মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে তারা বিক্ষোভ করছেন।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগ মোরে অবস্থান নেন তারা। এতে দু’পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তানরা।

এদিকে, এ অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে প্রচণ্ড রকমের যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ খুবই বিপাকে পড়েছে। একদিকে শুক্রবার অন্যদিকে বইমেলা এবং শেষ সময়ের বাণিজ্যমেলার রেশ। সবমিলে মানুষের ঢল নেমেছে এলাকাটিতে। তার মধ্যে যানজট।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা