• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কুড়িয়ে পাওয়া রুম স্প্রে বিস্ফোরণে ৩ শিশু দগ্ধ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯  

রাজধানীতে কুড়িয়ে পাওয়া রুম স্প্রে দিয়ে খেলার সময় বিস্ফোরণে আগুন লেগে তিন শিশু দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া ভূঁইয়াপাড়ার একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শিশুরা হলো- রনি (১০), লালন (১২) ও সাগর (১৭)। তারা সবাই ভূঁইয়াপাড়ার ফুলি মিয়ার বস্তিতে থাকে ও তারা বিভিন্ন জিনিস কুড়িয়ে ভাঙারি দোকানে বিক্রি করতো।

ওই বস্তির বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী এবাদুল  বলেন, বিকেল দিকে ওই তিন শিশু কুড়িয়ে পাওয়া একটি রুম স্পে নিয়ে খেলছিলো। স্প্রেটি একজন চাপ দিয়ে ধরে আরেকজন দিয়াশলাই দিয়ে আগুন জ্বালাতেই তা বিস্ফোরণ ঘটে। এতে তাদের শরীরে আগুন লেগে যায়। এসময় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া  বলেন, সাগরের দুই হাত ও মুখ দগ্ধ হয়েছে। আর বাকি দুই জনের হাত ও পায় কিছুটা দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা