• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প ও আশেপাশের এলাকায় কলেরার প্রকোপ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এবং তারা আশে-পাশের এলাকায় কলেরা রোগের জীবাণু শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ১৯১ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ১৩৩ জনের কাছে কলেরা রোগের জীবাণু পাওয়া গেছে। যেখানে ৭৭ জন রোহিঙ্গা এবং ৫৬ জন স্থানীয় লোকজন রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশুদ্ধ খাবার পানির সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ, রোহিঙ্গা শিবিরে গাদাগাদি বসবাসের কারণে এ পরিস্থিতির তৈরী হয়েছে। এর জন্য, পঞ্চমবারের মতো কলেরা টিকা প্রদানের পাশাপাশি নানা কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

 

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় এখন ১১ লাখ রোহিঙ্গা বাস করেন ৩৪টি ক্যাম্পে। যেখানে কলেরা রোগের প্রকোপের আশংকায় গত এক বছরে ৪ বার কলেরা টিকা প্রদান কর্মসূচি পালন করা হয়। কিন্তু, এরপরও কলেরা রোগের প্রকোপ বন্ধ করা সম্ভব হয়নি। সম্প্রতি, কলেরা আক্রান্ত হয়েছে স্থানীয় লোকজন।

 

বুধবার বিকালে, কক্সবাজার সিভিল সার্জনের উদ্যোগে প্রেস বিফ্রিং করা হয়। কলেরা রোগের ব্যাপকতা রোধে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয়দের জন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। এ উদ্যোগের অংশ হিসেবে পঞ্চমবারের মতো ক্যাম্পে কলেরা টিকা প্রদান করা হবে ৮ থেকে ১৪ই ডিসেম্বর। স্থানীয়দের মধ্যে এ কর্মসূচি চলবে ৮ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। রয়েছে সচেতনতামূলক নানা কর্মসূচি।

কলেরা রোগের প্রকোপ কমাতে অন্যান্য সংস্থার পাশাপাশি কাজ করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা