• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মহেশপুর সীমান্ত থেকে আবারও ১৬ জন আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই দালালসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মহেশপুর উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির অধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।

খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান  জানান, সকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় জলুলী বিওপির অধীনে মাটিলা মাঠ থেকে চারজন পুরুষ, তিনজন নারী ও এক দালালকে আটক করা হয় এবং পলিয়ানপুর বিওপির অধীনে ভৈরবা মোড় থেকে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও একজন দালালকে আটক করা হয়। এরা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

এর আগে ২৬ নভেম্বর একই সীমান্ত এলাকা থেকে নয়জন এবং ২৫ নভেম্বর চার জনকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে। তারাও বাংলাদেশের নাগরিক বলে নিজেদের দাবি করছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা