• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

৬৭ ট্রেনের সময়সূচিতে পরিবর্তনের প্রস্তাব

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশ রেলওয়ের সেবা সপ্তাহ শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। সেবা সপ্তাহের মধ্যেই বাংলাদেশ রেলওয়ের ৬৭টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করার প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের ৬৭টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত হতে পারে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ১ জানুয়ারি থেকে নতুন সময়সূচি অনুসারে ট্রেন পরিচালনা করা হবে। পূর্বাঞ্চলের ৪৮টির মধ্যে ২৮টি এবং পশ্চিমাঞ্চলের ৫৬টির মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের প্রধান দপ্তর থেকে।

রেলের পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি এবং পূর্বাঞ্চলের ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টির সময়সূচি পরিবর্তনের প্রস্তাব রেল ভবনে পাঠানো হয়েছে।

যেসব ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে-

পূর্বাঞ্চল-

সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টার পরিবর্তে ৮টায় ঢাকার উদ্দেশে ছাড়ার প্রস্তাব করা হয়। সুবর্ণ এক্সপ্রেস (ঢাকা থেকে চট্টগ্রাম) বিকেল ৩টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টায়,
পারাবত এক্সপ্রেস (ঢাকা থেকে সিলেট) সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে, পারাবত এক্সপ্রেস (সিলেট থেকে ঢাকা) বিকেল ৩টার পরিবর্তে বিকেল পৌনে ৪টায়,
জয়ন্তিকা এক্সপ্রেস (ঢাকা থেকে সিলেট) দুপুর ১২টার পরিবর্তে পৌনে ১২টায়, জয়ন্তিকা এক্সপ্রেস (সিলেট থেকে ঢাকা) সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে বেলা সোয়া ১১টায়,
মহানগর এক্সপ্রেস (ঢাকা থেকে চট্টগ্রাম) রাত ৯টার পরিবর্তে ৯টা ২০ মিনিটে, অগ্নিবীণা এক্সপ্রেস (ঢাকা থেকে তারাকান্দি) সকাল পৌনে ১০টার পরিবর্তে ৯টা ৫০ মিনিটে,
অগ্নিবীণা এক্সপ্রেস (তারাকান্দি থেকে ঢাকা) বিকেল ৪টা ৫০ মিনিটের পরিবর্তে ৫টা ২০ মিনিটে,
এগারসিন্দুর প্রভাতী (কিশোরগঞ্জ থেকে ঢাকা) সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে সাড়ে ৬টায়,
উপবন এক্সপ্রেস (ঢাকা থেকে সিলেট) রাত ৯টা ৫০ মিনিটের পরিবর্তে সাড়ে ৮টায়,
উপবন এক্সপ্রেস (সিলেট থেকে ঢাকা) রাত ১০টার পরিবর্তে সাড়ে ১১টায়,
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ঢাকা থেকে দেওয়ানগঞ্জ) সন্ধ্যা ৬টার পরিবর্তে সোয়া ৬টায়,
যমুনা এক্সপ্রেস (ঢাকা থেকে তারাকান্দি) বিকেল ৪টা ৪০ মিনিটের পরিবর্তে পৌনে ৫টায় যাত্রার প্রস্তাব করা হয়।
যমুনা এক্সপ্রেস (তারাকান্দি থেকে ঢাকা) দিবাগত রাত ২টা ১০ মিনিটের পরিবর্তে রাত ২টায়,
এগারসিন্দুর গোধূলি (ঢাকা থেকে কিশোরগঞ্জ) সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে ৬টা ৪০ মিনিটে, এগারসিন্দুর গোধূলি (কিশোরগঞ্জ থেকে ঢাকা) দুপুর সাড়ে ১২টার পরিবর্তে ১২টা ৫০ মিনিটে,
কালনী এক্সপ্রেস (সিলেট থেকে ঢাকা) সকাল ৭টার পরিবর্তে সকাল সোয়া ৬টায়,
হাওর এক্সপ্রেস (ঢাকা থেকে মোহনগঞ্জ) রাত ১১টা ৫০ মিনিটের পরিবর্তে সোয়া ১০টায়, হাওর এক্সপ্রেস (মোহনগঞ্জ থেকে ঢাকা) সকাল সাড়ে ৮টার পরিবর্তে ৮টায়,
কিশোরগঞ্জ এক্সপ্রেস (ঢাকা থেকে কিশোরগঞ্জ) সকাল ১০টা ৩৫ মিনিটের পরিবর্তে বেলা পৌনে ১১টায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস (কিশোরগঞ্জ থেকে ঢাকা) দুপুর ২টা ৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৪টায়,
বিজয় এক্সপ্রেস (চট্টগ্রাম থেকে ময়মনসিংহ) সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টায়, বিজয় এক্সপ্রেস (ময়মনসিংহ থেকে চট্টগ্রাম) রাত ৮টার পরিবর্তে সাড়ে ৮টায়,
মোহনগঞ্জ এক্সপ্রেস (মোহনগঞ্জ থেকে ঢাকা) রাত সাড়ে ৯টার পরিবর্তে ৯টায় যাত্রা শুরুর প্রস্তাব করা হয়।

পশ্চিমাঞ্চল

বেনাপোল এক্সপ্রেস (ঢাকা থেকে বেনাপোল) রাত ১২টা ৪০ মিনিটের পরিবর্তে ১১টা ৫০ মিনিট,
পঞ্চগড় এক্সপ্রেস (ঢাকা থেকে পঞ্চগড়) রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে পৌনে ১১টায়,
করতোয়া এক্সপ্রেস (সান্তাহার থেকে বুড়িমারী) সকাল ৯টার পরিবর্তে সোয়া ৯টায়,
কপোতাক্ষ এক্সপ্রেস (খুলনা থেকে রাজশাহী) সকাল সাড়ে ৬টার পরিবর্তে সোয়া ৬টায়,
সুন্দরবন এক্সপ্রেস (খুলনা থেকে ঢাকা) রাত ৮টার পরিবর্তে সোয়া ১০টায়, সুন্দরবন এক্সপ্রেস (ঢাকা থেকে খুলনা) সকাল ৬টা ২০ মিনিটের পরিবর্তে সোয়া ৮টায়,
রূপসা এক্সপ্রেস (চিলাহাটি থেকে খুলনা) সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টায়,
তিতুমীর এক্সপ্রেস (চিলাহাটি থেকে রাজশাহী) দুপুর ২টার পরিবর্তে ২টা ২০ মিনিটে,
লালমনি এক্সপ্রেস (ঢাকা থেকে লালমনিরহাট) রাত ১০টা ১০ মিনিটের পরিবর্তে পৌনে ১০টায়,
সিল্কসিটি এক্সপ্রেস (ঢাকা থেকে রাজশাহী) দুপুর ২টা ৪০ মিনিটের পরিবর্তে পৌনে ৩টায়,
সাগরদাঁড়ি এক্সপ্রেস (খুলনা থেকে রাজশাহী) বিকেল ৩টার পরিবর্তে বিকেল ৪টায়,
চিত্রা এক্সপ্রেস (খুলনা থেকে ঢাকা) সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা,
নীলসাগর এক্সপ্রেস (ঢাকা থেকে চিলাহাটি) সকাল ৮টার পরিবর্তে ৬টা ৪০, নীলসাগর এক্সপ্রেস (চিলাহাটি থেকে ঢাকা) রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে ৮টায়,
দোলনচাঁপা (সান্তাহার থেকে দিনাজপুর) দুপুর ১টা ৩০ মিনিটের পরিবর্তে ১টা ২০ মিনিটে, দোলনচাঁপা (দিনাজপুর থেকে সান্তাহার) সকাল ৬টা ১০ মিনিটের পরিবর্তে সোয়া ৬টায়,
রংপুর এক্সপ্রেস (ঢাকা থেকে রংপুর) সকাল ৯টার পরিবর্তে সোয়া ৯টায়, রংপুর এক্সপ্রেস (রংপুর থেকে ঢাকা) রাত ৮টার পরিবর্তে ৮টা ২০ মিনিটে যাত্রার প্রস্তাব করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা