• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লালমনিরহাটে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ৩ শিশুকে ধর্ষণের অভিযোগ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

লালমনিরহাটের কালীগঞ্জে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তিন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। পরে ত্রিপল নাইনে ফোন করলে, নেয়া হয় মামলা। তবে অভিযুক্ত ব্যক্তির দাবি, তাকে ফাঁসানো হচ্ছে।

হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তিন শিশু। ৫ থেকে ৭ বছরের তিন শিশুকে গেলো ২১ দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মোবারক হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে।

লালমনিরহাটের টেপাটারী গ্রামের ৫০ বছর বয়সি মোবারক হোসেন। জেলার অগ্রনী ব্যাংকের মিশন মোড় শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। অভিযোগ, গেলো তিন সপ্তাহ ধরে ওই শিশুদের খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন মোবারক।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম মোহাম্মদ জানিয়েছেন, নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপরই জানা যাবে প্রকৃত কারণ।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। পরে ত্রিপল নাইনে ফোন করলে নেয়া হয় মামলা।

অভিযোগ অস্বীকার করে মোবারক হোসেনের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ জানান, মামলার পর থেকে অভিযুক্ত পলাতক।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর শাস্তি দাবি এলাকাবাসীর।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা