• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আজ থেকে সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন করার জন্য মাঠে নামছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে রাজধানীর কয়েটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

 সোমবার (১৮ নভেম্বর) থেকে এই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক এনফোর্সমেন্ট এ কে এম মাসুদুর রহমান।

তিনি বলেন, আইন কার্যকর করতে আমরা এখন বনানীর কাকলির দিকে যাচ্ছি। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

এদিকে রবিবার (১৭ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। আইন অমান্যে বড় ধরনের জরিমানার বিধান থাকলেও তা ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে অল্প জরিমানা এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে। সোমবার থেকে এ আইন কর্যকর হবে।

কাদের বলেন, আমাদের দেশে সড়কে শৃঙ্খলার অভাব একটি বড় সংকট। এই শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যাচ্ছি। নতুন সড়ক আইনে বেশি জরিমানা মানে বেশি অর্থ নেওয়া নয়। বেশি জরিমানা দিলে শৃঙ্খলা ফিরে আসবে। তবে এই জরিমানা ধাপে ধাপে বাড়বে।

পাশাপাশি সড়কে শৃঙ্খলার জন্য সচেতনতাও বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা