• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আজ সাপ্তাহিক বন্ধের দিন চলাচল করছে সোনার বাংলা ট্রেন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম-ঢাকা সোনার বাংলা সার্ভিসটির সাপ্তাহিক বন্ধ প্রতি মঙ্গলবার। কিন্তু চলমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার বিষয়টি মাথায় রেখে বন্ধের দিন সার্ভিসটি চালু রাখতে রেলের পরিবহন বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করে। এতে সোনার বাংলার সার্ভিসটি আজ মঙ্গলবার চলাচল করবে। 

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে রেলওয়ে পূর্বাঞ্চলের  চট্টগ্রাম বাণিজ্যিক বিভাগ চবি’র ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং অতিরিক্ত যাত্রী চাহিদা বিবেচনায় রেখে ‘সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার সোনার বাংলা চালুর’ জন্য প্রস্তাব করা হয়। পরিবহন বিভাগ এ চাহিদা পত্রটি রেল ভবনে প্রেরণ করে। তদুপরি প্রস্তাবে রেলের যান্ত্রিক প্রকৌশল বিভাগেরও সম্মতি ছিল। কিন্তু রেল ভবনের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রস্তাবটি সোমবার পর্যন্ত অনুমতি দেননি। অবশেষে আজ মঙ্গলবার সোনার বাংলা সার্ভিস চলাচলের অনুমতি দেয়া হয়েছে। ফলে চবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখোমুখি হতে কিছুটা রক্ষা পাবে।

চবি’র ভর্তিচ্ছু আবদুল হান্নান বলেন, ‘আমি দুইদিন আগে স্টেশনে যোগাযোগ করলে মঙ্গলবার সপ্তাহিক বন্ধ থাকে বলে জানানো হয়। তবে এইদিন পরিক্ষার্থীর বিষয়ে ট্রেন চলাচল করায় অনেক উপকার হবে।

এ ব্যাপারে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার সাড়া পাওয়া যায়নি।   

পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মো. মিজানুর রহমান বলেন, ‘চবি ভর্তিচ্ছুদের বিষয়টি বিবেচনা রেখে সাপ্তাহিক বন্ধের দিন ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত যাত্রী চাপের বিষয়টি বিবেচনায় রেখে রেল ভবনে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। আজ সকালেই সোনার বাংলা চলাচলের জন্য অনুমতি দেয়া হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা