• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্রম বিধিমালা সংশোধনে ওয়ার্কিং গ্রুপ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮)’ এর আলোকে ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’ আধুনিকীকরণ ও সংশোধনে ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।

সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ওয়ার্কিং গ্রুপ গঠন করে আদেশ জারি করা হয়েছে।

ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যুগ্মসচিব (শ্রম) বা উপসচিব (শ্রম)। এতে সদস্য হিসেবে থাকবেন- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শকের প্রতিনিধি, শ্রম অধিদফতরের মহাপরিচালকের প্রতিনিধি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধি, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু ও অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ।

ওয়ার্কিং গ্রুপ ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ এর খসড়া বিধিমালা সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তুত করে বিধিমালা প্রণয়ন কমিটির কাছে দাখিল করবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা