• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশুলিয়ায় ডাকাত বাদশা গ্রেপ্তার, অন্যদের ধরতেও অভিযান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

বিজয়া দশমীর রাতে আশুলিয়ায় ডাকাতের হামলায় দীপ দাস নিহতের ঘটনায় বাদশা মিয়া নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে অভিযান চালিয়ে গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাদশা মিয়া কিশোরগঞ্জ সদর থানার লিটন মিয়ার ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার এস আই শফিকুল ইসলাম সুমন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত বাদশাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন বাদশা মিয়া। এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিজয়া দশমীর রাতে দুর্গোৎসব দেখে বাড়ি ফেরার পথে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বেতারকেন্দ্র গেট সংলগ্ন এলাকায় একদল ডাকাত হামলা চালায়। এ ঘটনায় দীপ দাস ও মিঠু দাস নামে দুই ভাইসহ ৩ জন গুরুতর আহত হন। এদের মধ্যে দীপদাস প্রচুর রক্তক্ষরণের ফলে কোমায় চলে যান। পরে শনিবার (১২ অক্টোবর) শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় দীপদাস মারা যান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা