• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইসলামপুরে সাড়াশি অভিযানে মিলল ৮০ টন বন্ডেড চোরাই ফেব্রিকস

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

পুরান ঢাকার ইসলামপুরে সাড়াশি অভিযান চালিয়ে ৮০ টন বন্ডেড চোরাই ফেব্রিকস আটক করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। গতরাতে ইসলামপুরের গুলশান আরা সিটির পঞ্চম তলার পাঁচটি গুদাম থেকে এসব চোরাই পণ্য আটক করা হয়।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁদের  অভিযানে কাস্টমস বন্ডের প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়। এ ছাড়া ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও সিআইডি পুলিশ এই অভিযানে সহায়তা করেন। ইসলামপুর এলাকায় অবস্থিত গুলশান আরা সিটিতে পঞ্চম তলার পাঁচটি গুদাম থেকে ৮০ টন বন্ডেড চোরাই ফেব্রিক্স মজুদ পাওয়া যায়। এসব ফেব্রিকস বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিপূর্বক বিদেশে রপ্তানির পরিবর্তে অবৈধভাবে ইসলামপুরের বিভিন্ন পাইকারী বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

আল আমিন আরো জানান, জব্দ পণ্যের মোট মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ ব্যাপারে কাস্টমস বন্ড আইনে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা