• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জয়পুরহাটে আগুনে পুড়ে মরল গরু-ছাগল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

জয়পুরহাটের আক্কেলপুরে অগ্রণী ব্যাংকের সামনে অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান, গোডাউন পুড়ে ছাই হয়েছে। এ সময় দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে।

শনিবার রাতে উপজেলার পৌরসদরের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে পৌরসদরের অগ্রণী ব্যাংকের সামনে খলিলুর রহমান কালুর গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সাদ্দাম ফটোস্ট্যাটের দোকানসহ পার্শ্ববর্তী গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় খবর দিলে ফায়ার সার্ভিসকর্মীসহ স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় সাদ্দাম ফটোস্ট্যাটের পুরো দোকান, গোডাউনের ভেতর থাকা বিপুল পরিমাণ পলিথিন, জেনারেটর, একটি মোটরসাইকেল, দুটি গরু, দুটি ছাগল, ব্যাটারিচালিত চার্জারভ্যানসহ গোডাউনে থাকা স্যানিটারি দোকানের সরঞ্জামাদি ও চালকলের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আক্কেলপুর থানার ওসি (তদন্ত) আবু রায়হান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের দ্বারা আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা