• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভৈরব রেল স্টেশনে বিনা টিকিটের ৫৫৮ যাত্রীকে জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে বিনা টিকিটে রেল ভ্রমণের সময় ৫৫৮ যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের একটি টিম অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় ১ লাখ ২৪ হাজার ৬৩০ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়াও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাসসহ রেলওয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়, যার মধ্যে ছিল ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ট্রেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা