• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আমরা চাই দেশে কোনো ক্যাসিনো থাকবে না : কামরুল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। কোনোভাবেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেয়া যাবে না উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘যারা আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোতে কিছু ব্যক্তি অনুপ্রবেশ করে আমাদের কলঙ্কিত করছে। মাদক ও জুয়াখোরদর বিরুদ্ধে প্রধানমন্ত্রী যেভাবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন সেখানে দেশের মানুষ তার পাশে রয়েছেন।’

সাবেক এ মন্ত্রী আরো বলেন, ‘আমরা চাই বাংলাদেশে কোনো ক্যাসিনো থাকবে না। দীর্ঘদিনের দুঃশাসনের কারণেই আজকে আমাদের এ অবস্থা। কোনোভাবেই আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা