• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে এখন আমরা এক নম্বর: অর্থমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, '২০৩০ সালের মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সব দেশের ওপরে থাকবে বাংলাদেশ। গত ১০ বছরে আমাদের যে প্রবৃদ্ধি অর্জন হয়েছে, পৃথিবীর অর্থনীতিতে সে অর্জন বিশ্বের সব দেশের ওপরে। সারা বিশ্বে এখন আমরা এক নম্বর।’

শতভাগ কর্মসংস্থানের আশ্বাস দিয়ে তিনি বলেন,'আমরা বিশ্বাস করি, আগামী পাঁচ বছরের মধ্যে অর্থনৈতিক যে গতিশীলতা আসবে, এখন থেকে শুরু করে ২০৩০ সালের মধ্যে, তাতে দেশের মানুষের শতভাগ কর্মসংস্থান হবে। কেউ বেকার থাকবে না।'

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

উন্নয়নের মহাপরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, '২০২৭ সালের মধ্যে বাংলাদেশ ২৬তম দেশে পরিণত হবে। বর্তমানে আমাদের দারিদ্র্য সীমা শতকরা ২১ ভাগ। আগামী ২০৩০ সালের মধ্যে দারিদ্র সীমা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। কোনো মানুষ দরিদ্র্য থাকবে না। ২০৩০ সাল আমাদের জন্য একটি বেঞ্চমার্ক সময়। আর ২০৪১ সালে পৃথিবীর ২০টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি। আমাদের দেশের ঋণের পরিমাণ পৃথিবীর সব দেশের নিচে রয়েছে।'

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা