• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কেউ পার পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ক্যাসিনো ব্যবসায় জড়িত কেউ পার পাবেন না। সবাইকে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় আনা হবে। সে সম্রাট হোক আর যেই হোক।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘ক্যাসিনো বিরোধী অভিযানে আমরা ইতোমধ্যে অনেককেই আইনের আওতায় এনেছি। সে কোন দল কোন বর্ণের কোন আদর্শের তা দেখিনি। শুধু দেখেছি তার অপরাধ। সে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত কি না। যাদেরকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ এবং সাক্ষ্য রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।’

সম্রাটকে আপনারা গ্রেপ্তার করেছেন? এমন প্রশ্নে মন্ত্রী বলেন, দেখেন সময়ই বলে দেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে না করা হবে। এটা এখন বলার বিষয় না। তবে খুব শীঘ্রই যা ঘটবে তা আমরা আপনাদের সামনে তুলে ধরব। এজন্য অপেক্ষা করুন। কেউ পার পাবে না। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন নির্দেশ দিয়েছেন এই ক্যাসিনো নির্মূল করতে। আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করছে কাউকে ছাড় দেওয়া হবে না। সম্রাটের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।’

অন্য এক প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘শুরু থেকে এ অভিযান পরিচালনা করছে র‌্যাব। তারা অনেকগুলো ক্লাব সিলগালা এবং ক্যাসিনো সামগ্রী জব্দ করেছে। এ কারণে ক্যাসিনো বিরোধী অভিযান সম্পন্ন করা হবে তাদের দিয়ে। একই সঙ্গে সবাইকে সতর্ক করে দিতে চাই, কেউ যদি এ ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তাহলে সরে আসেন। ছাড় দেওয়া হবে না। সে যত বড়ই প্রভাবশালী হোন না কেন।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা