• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঘাতক বাস কলেজে যেতে দিল না ইতিকে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইতি আক্তার। প্রতিদিনের ন্যায় কলেজের যাওয়ার জন্য বের হয় সে। কিন্তু ঘাতক বাস প্রাণ কেড়ে নিয়েছে ইতির।

আজ শনিবার ১১টার দিকে রংপুরে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই কলেজছাত্রী।

নিহত ইতি আক্তার নগরীর ৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জ এলাকার দুলাল হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে কলেজ যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইতি আক্তার । ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছে রাস্তা পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যায় ইতি আক্তার । পরে বাসটি দমদমা ব্রিজ এলাকায় পৌঁছে যাত্রীসহ বাস ফেলে রেখে এর চালক ও সহকারী পালিয়ে যায়।

পরে পুলিশ খবর পেয়ে নগরীর তাজহাট থানা পুলিশ বাসটি আটকসহ ইতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,‘বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকের চেষ্টা চলছে।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা