• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ফ্লাইওভারে পাঠাও চালককে হত্যার মূল আসামি গ্রেফতার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের শাহাজানপুর থানা অংশে ছুরিকাঘাতে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক পাঠাওয়ের চালক মিলনকে গলাকেটে হত্যার ঘটনায় মূল আসামি নুরুজ্জামান অপুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রোববার (১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি জানান।

তিনি জানান, গত ২৬ আগস্ট মগবাজার-মৌচাক ফ্লাইওভারের শাহাজানপুর থানা অংশে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের এক চালককে গলাকেটে খুন করা হয়। এ ঘটনায় মূল আসামি নুরুজ্জামান অপুকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২৫ আগস্ট দিনগত রাত আড়াইটার দিকে ফ্লাইওভারের মধ্যবর্তী স্থান (পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের কাছে) থেকে মিলনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।

সে সময় পুলিশ জানায়, মিলনকে ফ্লাইওভার থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা তার গলায় সাতটি সেলাই দেন। এরপর চিকিৎসকদের নির্দেশে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে হলে সেখানে তার মৃত্যু হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা