• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

রাঙ্গুনিয়ার গুলিবিদ্ধ সন্ত্রাসী ওসমানের মৃত্যু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

 
প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা রাঙ্গুনিয়া এলাকার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও পলাতক আসামি মো. ওসমান (৩০) মারা গেছে।

রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওসমান মারা যায়। সে রাঙ্গুনিয়ার মধ্যম সরফভাটা এলাকার আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ মো. ওসমান মারা গেছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।

এর আগে শনিবার (৩১ আগস্ট) ভোরে রাঙ্গুনিয়ার  ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয় রাঙ্গুনিয়ার ওসমান বাহিনীর প্রধান মো. ওসমান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসলে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে পাহারায় রাখে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া বলেন, ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছিল পলাতক সন্ত্রাসী মো. ওসমান। সে একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা