• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

 
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থেকে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডাকাতকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের গোলাম রসুলের ছেলে।

গাংনী থানা পুলিশের উপ-পরিদর্শ (এসআই) শুভাষ চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শহিদুলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্রসহ মোট পাঁচটি মামলা রয়েছে। গাংনী থানায় ডাকাতি মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। এরপর তিনি ভারতে পালিয়ে যান। সাম্প্রতি ভারত থেকে ফিরে এসে ছদ্ম নামে দামুড়হুদা গ্রামে বসবাস শুরু করেন। 
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল শনিবার রাতে দামুড়হুদা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, শহিদুলকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।
 
এদিকে, গাংনীর হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হেমায়েতপুর বাজার থেকে ৫০ গ্রাম গাঁজাসহ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের বাদল বিশ্বাসের ছেলে আবুল হোসেনকে (৪০) আটক করেছে।  

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা