• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

`চালক-গাড়ির জরিমানার টাকা এখন থেকে কার্ডে দেওয়া যাবে`

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

'জরিমানা আদায়ে এখন থেকে আর চালক ও গাড়ির কাগজপত্র জব্দ করা হবে না। এখন থেকে চালক তার জরিমানার টাকা অন স্পটেই যেকোনো ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, ক্যাশ, বিকাশ, রকেট ও অন্যান্য কার্ড ব্যবহার করে পরিশোধ করতে পারবেন।'

আজ রবিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে 'পথচারীর করণীয়' শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি ক্যাশ কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা আদায় ব্যবস্থা উদ্বোধনকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে কারও গাড়ির কাগজপত্র জব্দও করা হবে না আর কাউকে হয়রানির মুখেও পড়তে হবে না। এখন যেকোনো কার্ড ব্যবহার করে জরিমানার টাকা সাথে সাথে পরিশোধ করা যাবে।' তিনি বলেন, ' অন স্পটে টাকা পরিশোধের ফলে চালক বা মালিক হয়রানি থেকে মুক্ত থাকবে। আগে এই টাকা আদায়ে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি হতো। দুই হাজার টাকা নেওয়া হলেও অল্প টাকা সরকারি কোষাগারে জমা করা হতো। এখন সেটি আর হবে না।

আছাদুজ্জামান মিয়া বলেন, এর আগে ইউসিবিএল এর মাধ্যমে টাকা জমা দিতে হতো। টাকা আদায় না হওয়া পর্যন্ত কাগজপত্র আটকা থাকত। টাকা দিতে দেরি হলে আরও ভোগান্তি হতো। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাগজপত্র পাঠানো হতো। ফলে নানা ধরণের বিড়ম্বনা ও হয়রানির শিকার হতে হতো। তাই, সেবাটাকে সহজ করতেই নতুন ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা