• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে রবি (৩০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকা থেকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করেছে বিজিবি। 

নিহত রবি চিলমারী ইউনিয়নের হায়দারেরচর গ্রামের জানু মন্ডলের ছেলে। তবে স্থানীয় বিজিবির দাবি, নিহত যুবক একজন জেলে। ভোরে পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, একদল চোরাকারবারী রাতে ভারত থেকে চোরাইপথে গরু আনতে যান। ভোরে তারা ১৫৭ সীমান্ত পিলার সংলগ্ন চরপাড়া সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার করছিল। এসময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ বাউসমারী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে রবি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর চোরাকারবারীরা রবির মৃতদেহ টেনে হিঁচড়ে দেশে নিয়ে আসে। 

এদিকে, বিএসএফ’র গুলিতে রবি নিহত হওয়ার বিষয়টি বিজিবি অস্বীকার করেছে। ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর অধিনায়ক সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের অভ্যন্তরীন কোন্দলে প্রতিপক্ষের হামলায় রবি নিহত হয়েছেন।  

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা