• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভিসা প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

বিদেশে চাকরি ও ভিসা প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন লিটন (৩৫), সঞ্চিতা আক্তার ওরফে সানজিদা ওরফে দীপা (২৪), মেহেরুল্লা হোসেন (৫০), বিপাশা আক্তার (২৪), মো. শফিক (৩৪) ও তোতা মিয়া মাল (৪৮)।

শুক্রবার রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে সিপিইউ, জাল ভিসা-ম্যানপাওয়ার কার্ড, জাল এয়ারটিকিট, মানি রিসিপ্ট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ভিসা প্রস্তুতকারী প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা