• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আপনার হিরার গয়নাটি আসল না নকল, বুঝবেন যেভাবে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪  

হিরা বা ডায়মন্ডের গয়না পরতে কে না ভলোবাসেন। আর তাই মার্কেট বা অনলাইন থেকে অনেকেই হিরার আংটি, নাকফুলসহ অনেক গয়না কিনছেন। সেক্ষেত্রে আপনার হিরার গয়নাটি আসল না নকল, তা বুঝে তবেই কিনুন।

এবার জেনে নিন পরীক্ষা করবেন যেভাবে-

পানি দিয়েও পরীক্ষা করা যায়: একটি কাচের গ্লাসে অর্ধেকের বেশি পানি নিন। এবার হিরার টুকরো ওই গ্লাসের মধ্যে দিয়ে দিন। যদি হিরা আসল হয়, তাহলে তা পানিতে ডুবে যাবে। অনেকেই বলেন, কাচ বা কোয়ার্টজের টুকরো হলো সেগুলো পানিতে ভেসে থাকে।

ধোঁয়া দিয়ে পরীক্ষা করুন: বাড়িতে বসেই এই পরীক্ষা করে ফেলা যায়। প্রথমে হিরের গয়না বা হিরের টুকরোটিকে দুই আঙুলের মধ্যে ধরুন। তারপর ধোঁয়া উঠছে, এমন জায়গায় হাতটি নিয়ে যান।

হিরা আসল হলে তার ওপর থেকে তৎক্ষণিক ধোঁয়ার স্তর সরে যাবে। আর হিরা নকল হলে ধোঁয়া কয়েক সেকেন্ড থেকে যাবে।

কলমের কালি দিয়ে পরীক্ষা: এই পরীক্ষা করার জন্য প্রয়োজন একটি সাদা কাগজ ও একটি কলম। প্রথমে সাদা কাগজে ছোট্ট একটি বিন্দু আঁকুন। এবার হিরার সুচালো দিক উল্টো করে ওই বিন্দুর ওপর বসিয়ে নিন।

এবার ওই সুচালো দিক থেকে বিন্দুটি খোঁজার চেষ্টা করুন। হিরা আসল হলে সাদা কাগজে আঁকা বিন্দু খুঁজে পাওয়ার কথা নয়। আর বিন্দু দেখতে পেলে বুঝবেন সেটি আসল হিরা নয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা