• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

উজ্জ্বল ত্বক পেতে ভিটামিন সি ফেসিয়াল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

উজ্জ্বল ত্বক পেতে পার্লারে গিয়ে কত কিছুই না করি আমরা। অনেক সময়ে মনের মত ফলও পাই না। আর অনেকে সময়ের অভাবে পার্লারে যাওয়ার সময় পান না। তাই আজ জেনে নিন ঘরে বসে কীভাবে পাবেন উজ্জ্বল ত্বক।

যেভাবে ভিটামিন সি ফেসিয়াল করবেন

এই ফেসিয়ালটি ৫টি ধাপে করা হয়ে থাকে।

ক্লিঞ্জিং

ক্লিঞ্জিং শুরু করার আগে প্রথমেই আপনার চুলগুলো বেঁধে নিন। একটি বাটিতে ১ টেবিল চামচ টকদই, ১ চা চামচ কমলার জুস, ১ চা চামচ কাঁচা দুধ নিয়ে ভালভাবে মিশিয়ে নিয়ে মুখে এবং গলায় ঘড়ির কাঁটার উল্টো মোশনে ম্যাসাজ করুন ৩-৫ মিনিট। এরপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলে মুখটা মুছে নিন।

স্ক্রাবিং

একটি বাটিতে ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ কমলার জুস, ১ চা চামচ কমলার খোসার গুঁড়া, হাফ চা চামচ মধু মিলিয়ে নিন। এরপর মুখ এবং গলায় ঘড়ির কাঁটার উল্টো মোশনে আস্তে আস্তে স্ক্রাবিং করুন ৩ মিনিট ধরে। স্ক্রাবিং করা হয়ে গেলে স্বাভাবিক পানি দিয়ে মুখ-গলা ধুয়ে নিয়ে মুছে ফেলুন।

স্টিমিং

একটি হাড়িতে পানি ফুটিয়ে নিন। এবার ঐ ফুটন্ত পানিতে চাইলে তাজা কমলার খোসা দিয়ে চোখ বন্ধ করে মাথা তোয়ালে দিয়ে ঢেকে বাষ্প নিন। এভাবে ১০ মিনিট করুন। এবার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভার স্টিক দিয়ে বের করে নিন। তবে ব্রণগুলো খোঁটাখুঁটি করতে যাবেন না।

ফেইস মাস্ক

যাদের স্কিন ড্রাই, তারা এর সাথে কয়েক ড্রপ আমন্ড অয়েল আর স্কিন সেনসিটিভ হলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল যোগ করতে পারেন।

প্রথমে একটি পাকা স্ট্রবেরী কাঁটা চামচের সাহায্যে খুব ভালভাবে ম্যাশড করে নিন। এবার, একটা বাটিতে ২ টেবিল চামচ বেসন, ১ চা চামচ কমলার রস, এক চা চামচ ম্যাশড স্ট্রবেরী, ১ চা চামচ টক দই মিশিয়ে মুখ এবং গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর স্বাভাবিক পানি দিয়ে একটু ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

টোনার এবং ময়েশ্চারাইজার

একটি কটন প্যাডে পছন্দসই টোনার নিয়ে পুরো মুখ এবং গলা মুছে নিন। টোনার শুকিয়ে গেলে আপনার ত্বক বুঝে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা