• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ত্বকের মৃত কোষ দূরীকরনে করণীয়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

সাধারণত প্রতি ২৭ থেকে ২৮ দিন পরপর ত্বকের কোষ তৈরি হয় আর ত্বকের উপরিভাগের কোষ মারা যায়। এই মরা কোষ নিচের নতুন কোষের সঙ্গে মিশে থাকে। এগুলো ঠিকমতো পরিষ্কার না করলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

যেমন-ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যাওয়া, ইনফেকশন, ব্রণ ইত্যাদি দেখা যায়। তাই ত্বক সব সময় নিয়মিত ভালো মানের ফেস ওয়াশ বা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে।

শীতের সময় এই মরা কোষ ত্বকের উপরিভাগকে মলিন করে। তাই শীতের সময় ভালো মানের ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। পাশাপাশি নতুন কোষ যাতে সুস্থ থাকে তার জন্য প্রচুর এন্টি অক্সিডেন্ট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে।

সঙ্গে ত্বকের অভ্যন্তরীণ হাইড্রেশনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। মাথার ত্বকও নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা