• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পেস্ট হিসেবে লবণ ব্যবহার করবেন যেভাবে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

রান্না ছাড়াও বেশকিছু খাবারের স্বাদ বাড়াতে লবণের বিকল্প নেই। তবে আপনি জানেন কি? দাঁত পরিষ্কারেও লবণ খুব ভালো একটি উপাদান। হঠাৎ যদি সকালে দেখেন পেস্ট ফুরিয়ে গেছে, তবে লবণ দিয়ে দাঁত পরিষ্কারের কাজ সারতে পারেন।

হাতের কাছে টুথপেস্ট না থাকলে লবণ ব্রাশ করে নিতে পারেন আপনার দাঁত। লবণ দাঁতকে পরিষ্কার ও ব্যাকটেরিয়া দূর করবে।

যেমন ধরুন প্লাক অনেক রোগের ঝুঁকি বাড়ায়। লবণ দাঁত থেকে ওই প্লাক দূর করতে কাজ করে। তবে লবণ দিয়ে ব্রাশ করার সময় খুব জোরে জোরে ব্রাশ করবেন না। এতে মাড়ি ও অ্যানামেল ক্ষতিগ্রস্ত হতে পারে।

পেস্ট হিসেবে লবণ ব্যবহার করার উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমেডি। আসুন জেনে নিই পেস্ট হিসেবে লবণের ব্যবহার।

১. টুথব্রাশে পানি লাগিয়ে এর মধ্যে লবণ লাগিয়ে ব্রাশ করুন।

২. সমপরিমাণ লবণ ও বেকিং সোডা একত্রে মিশিয়ে ব্রাশ করতে পারেন।

 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা