• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ত্বকের যত্নে মসুরের ডাল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

ত্বক যত্নে আমরা কতো কি না ব্যবহার করি, কিন্ত তাতেও ত্বক নিয়ে সমস্যার কমতি নেই। তাই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সহ নানা সমস্যা সমাধান দিতে পারে মসুরের ডাল। কি আবাক হচ্ছেন, মসুরের ডাল দিয়ে ত্বকের যত্ন!। চিন্তা করার কিছু নেই, একটু নিয়ম করে ব্যবহার করলেই মসুরের ডাল হতে পারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির বড় কারণ। চলুন জেনে নেয়া যাক কিভাবে ত্বকের যত্নে মসুরের ডাল ব্যবহার করবেন-

ত্বকে যত্নে যা যা ভূমিকা মশুরের ডালের:

ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে।
ত্বকের কালচে ভাব দূর করে।
ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে।
ত্বকের বলিরেখা দূর করে।
রঙ ফর্সা করে।
ত্বকের লুকানো ময়লা পরিষ্কার করে।
উপরোক্ত সকল কিছু আপনি ত্বকের যত্নে মশুরের ডালে পেয়ে থাকবেন। কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে এ ডাল আপনি ত্বকে ব্যবহার করবেন।

মশুরের ডালের প্যাক তৈরির নিয়ম:

মশুরের ডালকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ডালের পেষ্ট তৈরী করুন। এরমধ্যে ২ চামচ দুধ দিন। এরপর মিক্স করে ভাল করে পেষ্ট তৈরি করুন। এবার আপনি মশুরের ডালের প্যাকটিকে আপনার ত্বকে প্রতিদিন ১ বার করে ব্যবহার করুন।

 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা