• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

‘টিভি নাটকের জন্য সময় বের করা খুব কষ্টকর’

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ। বাংলাদেশ টেলিভিশন ও প্যাকেজ নাটকে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শক হৃদয়ে আসন তৈরি করেছেন তিনি। তবে এখন আর টিভি নাটকে নেই এ অভিনেত্রী। বর্তমানে তনিমা মঞ্চে সরব। আগামী ৪ঠা সেপ্টেম্বর মঞ্চস্থ হবে তার অভিনীত ‘একা এক নারী’ নাটকটি। এ প্রসঙ্গে তনিমা হামিদ বলেন, দারিও ফো এবং ফ্রাংকা রামের লেখা নাটক ‘এ উইমেন অ্যালোন’ বাংলায় নামকরণ করা হয়েছে ‘একা এক নারী’। একজন নারীর জীবন সংগ্রামের চিত্র দেখা যাবে এই নাটকে। আগেও এতে আমি অভিনয় করেছি।

দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। এ সময়ে মঞ্চ নাটক নিয়ে নানা রকম মন্তব্য শোনা যায়। দর্শকের কাছে বর্তমানে মঞ্চ নাটকের চাহিদা কেমন? এই প্রশ্নের উত্তরে তনিমার ভাষ্য, এখন অনেক ভালো ভালো নাটক হচ্ছে। তবে মঞ্চ নাটকের প্রচার-প্রচারণা নেই। টিভি নাটকের জন্য পত্রিকা বা অনলাইন মিডিয়াগুলো যেভাবে সাপোর্ট দেয় মঞ্চ নাটক সেভাবে পায় না। যার কারণে ভালো মঞ্চ নাটকগুলো সম্পর্কে দর্শক জানে না বলে এ মাধ্যমটির নতুন দর্শক হচ্ছে না। মঞ্চ নাটককে এগিয়ে নেওয়ার জন্য কি প্রয়োজন মনে করেন? তনিমা বলেন, আমরা নিজের টাকায় মঞ্চ নাটক করি। এ মাধ্যমের শিল্পীরা এখান থেকে আর্থিকভাবে লাভবান হয় না। ভালোবাসা থেকেই তারা মঞ্চে কাজ করে। একটি নাটক মঞ্চে নিয়ে আসার সময় খুব বেশি স্পন্সর পাওয়া যায় না। আমি মনে করি, আমাদের সরকারি পৃষ্টপোষকতা প্রয়োজন। তাহলে মঞ্চ নাটককে এগিয়ে নেওয়া সহজ হবে। তনিমা হামিদ সর্বশেষ ২০১৫ সালে একটি টিভি নাটকে অভিনয় করেছেন বলে জানান। নানা রকম বৈচিত্রময় চরিত্রে দেখা গেছে তাকে। তার অভিনীত ‘খোঁজ’, ‘দায়বন্ধন’, ‘বগুড়ার স্যার’, ‘টমটম’, ‘শিল্পী’, ‘দৈনিক তোড়পাড়’ নাটকগুলো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এই সময়ে টিভি নাটক থেকে তার দূরে থাকার কারণ কি? তিনি বলেন, অনেক দিন টিভি নাটকে অভিনয় করি না এটি সত্যি। কিন্তু টিভি নাটকের সেই দিনগুলো মনে পড়ে সব সময়।  টিভি নাটকে কাজ না করার প্রথম কারণ হলো আমি সময় মেলাতে পারি না। আমাকে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে হয়। পাশাপাশি সংসার ও মঞ্চেও সময় দিতে হয়। এসব মিলিয়ে টিভি নাটকের জন্য সময় বের করা খুব কষ্টকর। তবে টিভি নাটকে কাজ করার জন্য ইচ্ছে আছে। এরমধ্যে যদি কোনো ভালো গল্প ও চরিত্র পাই তাহলে টিভি নাটকে ফিরবো। আলাপনে এই অভিনেত্রী বর্তমান সময়ের নাটক ও নতুন প্রজন্মের শিল্পীদের নিয়েও কথা বলেন। তিনি বলেন, এই সময়ে খুব বেশি টিভি দেখার সময় পাই না। যার কারণে নতুন প্রজন্মের শিল্পীদের বিষয়ে আমার ভালো জানা নেই। মাঝে মধ্যে দুই একজনের নাটক চোখে পড়ে। আমি মনে করি, যারা অভিনয় করছেন তাদের কাজের প্রতি ভালোবাসা থাকা প্রয়োজন। একজন শিল্পী তার কাজের মধ্যে দিয়েই দর্শকের কাছে বেঁচে থাকে। ভালো গল্প ও চরিত্রে অভিনয় করতে না পারলে তারা হারিয়ে যাবে। তনিমা হামিদ অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন। মা ফাল্গুনি হামিদের সম্পাদনায় একটি মাসিক পত্রিকায় নিয়মিত লেখেন বলে তিনি জানান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা