• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

‘ভালো কাজ পেলেই আবার নিয়মিত হবো’

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

টিভি নাটকের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর। গতকাল এই অভিনেত্রী ‘থাকো মেঘ হয়ে’ নামের একটি খন্ড নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। এতে তিনি জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদের সঙ্গে। নাটকটির নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘদিন পর টিভি নাটকের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলে জানান সুজানা। তিনি বলেন, দুই বছর পর টিভি নাটকে ফিরেছি। আর ঈদের নাটকের মধ্য দিয়েই দর্শকদের সামনে আসছি। আমার ব্যবসা ও বিভিন্ন ব্যস্ততার কারণে গেল দুই বছর টিভি নাটকে সময় দিতে পারিনি।

অনেক দিন পর আবার কাজ করে খুব ভালো লাগছে। এটি ছাড়াও ঈদে আবু হায়াত মাহমুদের একটি নাটকে অভিনয় করবো। আশা করছি, দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবো। ঈদের পর থেকে কি নাটকে নিয়মিত হবেন? এই প্রশ্নের উত্তরে সুজানা বলেন, ভালো কাজ পেলেই আবার নিয়মিত হবো। আমি ক্যারিয়ারের শুরু থেকেই কখনো অনেক কাজ একসঙ্গে করিনি। সংখ্যার চেয়ে ভালো কাজের দিকে বেশি মনোযোগী ছিলাম। এখনো আমি চাই, যে কাজটি করবো সেটি যেন সবার মনে দাগ কাটে। আমাকে সারা দিন টিভি পর্দায় থাকতে হবে এমনটা ভাবি না। আমি মনে করি, ভালো কাজের মধ্য দিয়ে একজন শিল্পী দর্শকদের মনে জায়গা করে নিতে পারেন। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই পর্দাকন্যাকে মডেল হিসেবে দেখা গেছে জনপ্রিয় সংগীতশিল্পী বালামের ‘হঠাৎ’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে। নতুন লুকে এতে হাজির হয়েছিলেন তিনি। মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। এর আগে ২০১৬ সালে সুজানাকে ইমরান ও তাহসানের ‘কেউ না জানুক’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যায়। সেই সময় সেটিও দারুণ প্রশংসিত হয় দর্শক-শ্রোতাদের কাছে। নাটক ও মিউজিক ভিডিও দুই মাধ্যমে দারুণ সফল সুজানা। ক্যারিয়ারে বেশ লম্বা একটা সময় পার করছেন। তবে এখনো তাকে বড় পর্দায় দেখা যায়নি। ছোট পর্দার অনেকেই বড় পর্দায় কাজের জন্য স্বপ্ন দেখেন। সুজানা কি বড় পর্দায় আসবেন? তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। নাচ-গানে ভরপুর চলচ্চিত্রে আমার আগ্রহ নেই। তবে ‘আয়নাবাজি’র মতো চলচ্চিত্র হলে আমার অভিনয় করা উচিত। এ ধরনের প্রস্তাব পেলে অভিনয় করবো। এখন আমাদের বিভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। বিকল্প ধারার চলচ্চিত্রের দর্শকও অনেক বেড়েছে। অভিনেত্রীর বাইরে সুজানা ব্যবসায়ী হিসেবেও পরিচিতি লাভ করেছেন। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে ‘সুজানাস ক্লোজেট’ নামে আছে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গেল দুই বছর যে কারণে আমি মিডিয়াতে সময় দিতে পারিনি সেটি হলো ব্যবসা। ব্যবসার কাজে আমাকে দেশে ও দেশের বাইরে বেশ ব্যস্ত থাকতে হয়েছে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ব্যবসা করার। ‘সুজানাস ক্লোজেট’ এর মাধ্যমে আমার সেই স্বপ্ন পূরণ হলো। এখন আমার এ প্রতিষ্ঠানটি মোটামুটি সবাই চেনে, জানে। কিছু ক্রেতা ফিক্সড হয়েছে। আলাপনে সুজানা তার কিছু সামাজিক কর্মকান্ডের কথাও জানান। নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রতিষ্ঠানে এতিম শিশুদের ভরণপোষণের দায়িত্বে রয়েছেন তিনি। এছাড়া তিনি উত্তরার একটি প্রতিষ্ঠানে অটিস্টিক শিশুদেরও দেখাশোনা করছেন। সময়  পেলে শিশুদের  দেখতে ছুটে যান তিনি। সুজানা বলেন, আমরা প্রত্যেকে যদি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসি তাহলে সমাজ এবং দেশের উন্নয়ন সম্ভব। আমাদের আশে পাশে অনেক অনাথ শিশু দেখা যায়। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও সুস্থভাবে বাঁচতে পারে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা