• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪, অধিকাংশই শিশু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

কঙ্গোতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩১ জন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ক্যাসাই প্রদেশের কানাঙ্গা থেকে ১৪০ কিলোমিটার উত্তরের বেন লেকা বন্দরে যাওয়ার সময় একটি মালবাহী ট্রেন রাস্তায় উঠে যায়।  

বেনা লেকের রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষরা বলেন, ‘আমরা ২৪ জনের মরদেহে উদ্ধার করেছি, এদের অধিকাংশই শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ বগিগুলো এখনও উল্টে রয়েছে।’

ঘটনাস্থলে থাকা সূত্র জানায়, মালবাহী ট্রেন হওয়ায় অধিকাংশ যাত্রীই লুকিয়ে উঠেছিল। এলাকাটিতে রাত নেমে আসায় তারা উদ্ধার অভিযান স্থগিত রেখেছে।

কর্তৃপক্ষ জানায়, কিছু বগি ব্রিজের ওপর থেকে পানিতে পড়েছে এবং আরও পাঁচটি বগি এখনও উল্টে রয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা