• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইকুয়েডরে গ্যাং সহিংসতা, নিহত ১০

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪  

ইকুয়েডরে অপরাধী চক্রের সঙ্গে সহিংসতায় আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট এই ঘটনাকে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত’ হিসাবে বর্ণনা করেছেন।

স্থানীয় পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, বন্দর নগরী গুয়োকিলে ধারাবাহিক হামলায় আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

এক্স-এ পোস্ট করা একটি পৃথক বিবৃতিতে পুলিশ আরো বলেছে, নোবোল শহরে দুই কর্মকর্তাকে ‘সশস্ত্র অপরাধী চক্র’ নির্মমভাবে হত্যা করেছে।

ইকুয়েডরে সর্বোচ্চ-নিরাপত্তা থাকার পরেও মাদক চক্রের কুখ্যাত এক অপরাধী কারাগার থেকে পালিয়ে যায়। এতে দেশটির বেশ কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার কারণে ৬০ দিনের জরুরি অবস্থা জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।

জানা গেছে, গত নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ড্যানিয়েল নোবোয়া। ইকুয়েডরের রাস্তা এবং কারাগারে আগামী দুই মাসের জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির কুখ্যাত অপরাধী জোসে অ্যাডলফো ম্যাকিয়াস ওরফে ফিটোকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এক ঘোষণায় জানিয়েছেন, আগামী ৬০ দিন রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। 
ইনস্টাগ্রামে এক ভিডিওতে তিনি বলেন, জরুরি অবস্থায় সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনের সময় সব ধরনের রাজনৈতিক এবং আইনি সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ইকুয়েডরবাসীর জন্য শান্তি ফিরিয়ে না আনা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে আমরা কোনো আলোচনা করব না বা বিশ্রামে যাব না। গত রোববার শক্তিশালী গ্যাং লস কোনেরসের নেতা ফিটো পালিয়ে যান। গুয়াকিলের বন্দর নগরীতে একটি কারাগার পরিদর্শন করে পুলিশ জানতে পারে যে ওই কুখ্যাত অপরাধী পালিয়ে গেছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা