• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়ালো

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

গাজায় ইসরাইলের হামলায় আরো ৩৫০ জন নিহত হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে, যার অর্ধেকই নারী ও শিশু। আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার।

শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সংঘাতের ৬২তম দিন বৃহস্পতিবার গাজার দক্ষিণে বড় শহরগুলোতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। অন্যদিকে উত্তর গাজায় কয়েকটি এলাকায় হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়েছে সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফলে ইসরাইলি আগ্রাসন শুরুর পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৭৭ জনে। নতুন করে আহত হয়েছে ৯০০ জন। মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ছেলে গ্যাল মায়ার আইজেনকটসহ দুই সেনা সদস্য গাজায় নিহত হয়েছে। এর মধ্যদিয়ে গাজায় স্থল অভিযান শুরু করার পর এখন পর্যন্ত ৯০ জন সেনা হারালো ইসরাইল।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা