• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

৮৫৫ টাকার স্যান্ডউইচ খেয়ে বকশিস দিলেন ৮ লাখ! অতঃপর...

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

হোটেল-রেস্তোরায় খাবার খেয়ে বকশিস দেওয়া—রীতিতে পরিণত হয়েছে। এই প্রচলন বিশ্বের সব প্রান্তেই আছে। বর্তমান সময়ে অনলাইনে খাবার অর্ডারেও বকশিসের প্রচলন শুরু হয়েছে। সেই অঙ্কটা কত হতে পারে? মোট বিলের সঙ্গে ক্ষুদ্র কিছু অংশ। যেমন ধরুন- ১ হাজার টাকা বিল হলে ২০-৩০ টাকা। কিংবা ১০ ডলার বিল হলে ১ ডলার বকশিস দেন অনেকে।

কিন্তু মাত্র ৮৫৫ টাকার বিলে যদি কেউ ৮ লাখ টাকা বকশিস দেন, তাহলে! অবিশ্বাস্য, একইসঙ্গে অবাক করা ঘটনা হলেও তাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত ২৩ অক্টোবর ভেরা কোনার নামে এক নারী একটি স্যান্ডউইচ-বার্গারের দোকানে যান। সেখানে সাড়ে ৭ মার্কিন ডলারে একটি স্যান্ডউইচ অর্ডার করেন। তৃপ্তি করে খেয়ে টিপসও দেন তিনি। 

ব্যাংকের ফিরতি ম্যাসেজ দেখে হতবাক ওই নারী বুঝতে পারেন ভুল করে ফেলেছেন তিনি। সাড়ে ৭ ডলারে পরিবর্তে ৭ হাজার মার্কিন ডলারে বেশি দিয়ে ফেলেছেন। টিপ দিয়েছেন ৭ হাজার ১০৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যেই অঙ্ক ৮ লাখ ৯ হাজার ৯৭০ টাকা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই নারী দাবি করেছেন, তিনি ভুল করে ওই টাকা দিয়ে ফেলেছেন। মূলত লয়ালটি পয়েন্ট ভেবে ফোনের শেষ ছয় ডিজিট টাইপ করে ফেলেন। কোনোভাবে ফোনের স্ক্রিনটি বদলে গিয়েছিল এবং বকশিস হিসেবে সেই টাকা চলে যায়। 

জানা গেছে, এ অবস্থায় সেই টাকা ফেরত পেতে ব্যাংকের দ্বারস্থ হন ওই নারী। প্রাথমিক ধাক্কা কাটিয়ে তিনি ব্যাঙ্ক অব অ্যামেরিকার সঙ্গে যোগাযোগও করেন।

স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, আমি বিলের দিকে তাকিয়ে চমকে গিয়েছিলাম। এত টাকা টিপ কেউ দেয় নাকি! 

তিনি বলেন, ব্যাংক এখন সেই টাকা ফেরাতে সহায়তা করছে না। আমি ভেবেছিলাম হয়ত এটা সহজেই মিটে যাবে। কিন্তু তা হয়নি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা