• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

চা না দেওয়ায় অস্ত্রোপচার রেখে চলে গেলেন চিকিৎসক!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩  

চা পাননি বলে রেগে গিয়ে অস্ত্রোপচার না করেই সেখান থেকে বেরিয়ে গেলেন চিকিৎসক। এই ঘটনা ঘটেছে ভারতের নাগপুরে।

সংবাদমাধ্যম ইটিভি ভারতের খবরে বলা হয়েছে, নাগপুর জেলার খট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছে এই ঘটনা ৷ ডা. তেজরাম ভালাভির বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ ৷ এই ঘটনার তদন্তে জেলা প্রশাসন কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাপতি কুন্দা রাউত।

খবরে বলা হয়েছে, অভিযোগ- অপারেশনের আগে ডা. তেজরাম ভালাভি চা চেয়েছিলেন ৷ কিন্তু কেউ নাকি তাকে চা দেননি। পরিবার পরিকল্পনা অস্ত্রোপচারের জন্য আসা চার মহিলাকে তখন অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়েছে ৷ ওই অবস্থায় ডাক্তার ভালাভি চা পাননি বলে অস্ত্রোপচার রেখে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যান।

চিকিৎসকের এমন আচরণের কারণে অস্ত্রোপচারের জন্য অবেদন করা চার নারীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

চা পাননি বলে চিকিৎসক অস্ত্রোপচার মাঝপথে ফেলে ওটি থেকে বেরিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়রা৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে আরও একজন চিকিৎসকের ব্যবস্থা করা হয়। তিনিই গিয়ে অস্ত্রোপচার করেন।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিন সদস্যের কমিটির মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা পরিষদ প্রশাসন। জেলা পরিষদের সহ-সভাপতি কুন্দা রাউত জানান, চা না পেয়ে চিকিৎসক অস্ত্রোপচার না করে চলে গিয়েছেন। ডাক্তার ভালাভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। ডাক্তারের এই আচরণের কারণে, অপারেশনের জন্য অবেদনপ্রাপ্ত চার নারীকে অপেক্ষা করতে হয়েছিল। 

কুন্দা রাউতও দাবি করেছেন যে, আইপিসি ৩০৪ এর অধীনে ডা. ভালাভির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা