• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান দিলেন পোপ ফ্রান্সিস

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের সহজ সমাধান দিয়েছেন প্রধান ক্যাথলিক ধর্মযাজক পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাতের ইতি টানতে একমাত্র দ্বি-রাষ্ট্রীয় সমাধানই হতে পারে বুদ্ধিমানের কাজ।

ইতালির প্রচারমাধ্যম আরএআই-এর সঙ্গে আলাপকালে পোপ ফ্রান্সিস বলেন, দুই ভূখণ্ডের মানুষ যাদের একসাথে থাকতে হবে। তাদের (শান্তির জন্য) বুদ্ধিমান সমাধান হলো- দুই জনপদের মানুষের জন্য দুটি আলাদা রাষ্ট্র।

এক্ষেত্রে তিনি অসলো চুক্তি অনুসরণের কথা বলেন। পোপ বলেন, দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুজালেমের বিশেষ মর্যাদা নিশ্চিত করলেই এখানে শান্তি ফিরতে পারে।

এ সময় তিনি চলতি বছর জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনে যোগ দেবেন বলে নিশ্চিত করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা