• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মার্কিন বাহিনীর ওপর হামলা হলে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩  

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা হলে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এনবিসি-র মিট দ্য প্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সেনাদের বেশ কয়েকটি ইরাকি ঘাঁটিতে ড্রোন এবং রকেট হামলার চেষ্টার পর এমন মন্তব্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন ব্লিংকেন। এছাড়া চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেড়েছে বলে জানান তিনি।

হামাসের ইরানি মিত্র হিজবুল্লাহর মত সংগঠন যুদ্ধে সম্পৃক্ত হলে চলমান সংঘাত আরো বৃদ্ধির আশঙ্কার কথা উল্লেখ করেন ব্লিংকেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলি এবং মার্কিন নাগরিকদের রক্ষা করতে সকল ধরনের ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা কার্যকরভাবে আমাদের জনগণকে রক্ষা করতে এবং প্রয়োজনে কঠোর প্রতিক্রিয়া জানাতে পারি।

নিরাপত্তার প্রয়োজনে দুটি বিমানবাহী রণতরীসহ মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলেও জানান মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা