• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

গাজায় খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ করার আহ্বান জাতিসংঘ প্রধানের

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩  

গাজায় খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। তারপর থেকেই গাজা বাসিন্দাদের জীবন হুমকির মুখে পড়ে গেছে। যা জাতিসংঘের আইন অনুযায়ী যুদ্ধাপরাধ। তাই যুদ্ধ বিধ্বস্ত গাজায় জীবন রক্ষাকারী জিনিসপত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এক্সে (সাবেক টুইটার) বৃহস্পতিবার (১২ অক্টোবর) তিনি বলেন, গাজায় জীবন রক্ষাকারী উপাদান যেমন খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ করতে হবে। 
তিনি আরও বলেন, ইসরায়েল বিমান হামল এবং খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করছে। যা জাতিসংঘের আইন অনুযায়ী যুদ্ধাপরাধ।
শনিবার সকালে হামলা শুরুর পর থেকেই ইসরায়েল গাজায় সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়। এর মধ্যে ওষুধ ও খাবারও রয়েছে। গাজায় এখন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। খুব শিগগিরই তারা জরুরি খাবার ও পানির সংকটে পড়বে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ৮০ শতাংশ বিভিন্ন সংস্থার ত্রাণের ওপর নির্ভরশীল।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা