• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ মার্চ ২০১৯  

সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়ার অভিযোগে ভারতে নিষিদ্ধ করা হল জামায়াতে ইসলামী, জম্মু ও কাশ্মীর সংগঠনকে।  বৃহস্পতিবার রাতের দিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানেই উপত্যকার জামাতে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে।

যে সকল কারণে এই সংগঠনের বিরুদ্ধে এত বড় নির্দেশ কার্যকর করা হল তার অন্যতম প্রধান কারণ হচ্ছে, সংগঠনের সদস্যদের অনৈতিক কাজকর্ম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী নানাবিধ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। যা দেশ এবং সমাজের পরিপন্থী।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিভিন্ন সন্ত্রাসমূলক কাজকর্ম বা জঙ্গিবাদের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল এই সংগঠনের। সমগ্র জম্মু-কাশ্মীর রাজ্যে অনেক হিংসাত্মক ঘটনার সঙ্গে এই সংগঠনের সদস্যরা জড়িত থাকে। কেউ কেউ প্রত্যক্ষভাবে থাকলেও অনেকে পরোক্ষভাবে হিংসায় মদত দেয়। এছাড়াও কাশ্মীরের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেও নিয়মত সাহায্য করে এই জামায়াতে ইসলামী।

উল্লেখ, বর্তমানে পাকিস্তানের সঙ্গে ভারতের সন্ত্রাসবাদ নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এই অবস্থায় জম্মু-কাশ্মীরের সংগঠনকে সন্ত্রাসের অভিযগে নিষিদ্ধ করাকে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা