• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সৌদির সঙ্গে উত্তেজনায় ইয়েমেন হামলায় থাকছে না মরক্কো

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

সৌদি জোটের হয়ে ইয়েমেনে যুদ্ধে অংশ নেবে না মরক্কো। সৌদির সঙ্গে মরক্কোর আঞ্চলিক সীমানা নিয়ে উত্তেজনা দেখা দেয়ার পর দেশটির পক্ষ থেকে এমন ঘোষণা আসে। এ ঘটনায় সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে মরক্কো সরকার।

শুক্রবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়, মরক্কোর আঞ্চলিক সীমন্ত নিয়ে সৌদি টেলিভিশনে সংবাদ প্রকাশের পরই মরক্কো সরকার সৌদি রাষ্ট্রদূতকে তলব করে।

এদিকে প্রতিবেদনে বলা হয়, মরক্কোর সেনারা আর সৌদির সঙ্গে ইয়েমেন যুদ্ধে অংশ নিচ্ছে না। এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকেরও অংশ নিচ্ছে না।

মরক্কো এর আগে সৌদি জোটের সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছে এমন তথ্য গণমাধ্যমে ফাঁস হয়নি। তবে উত্তেজনা নিয়ে বিবৃতির কারণে এটি প্রকাশ্যে চলে আসে। তবে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, আফ্রিকার এ দেশটি সৌদি জোটে ছয়টি বিমান ও ১৫০০ সেনা পাঠিয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা