• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা ইস্যু : প্রথমবারের মতো বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

করোনা ইস্যুতে প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ আগামী বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে বলে জানিয়েছে তেহরানভিত্তিক গণমাধ্যম।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ রয়েছে ১৫টি। এর মধ্যে পাঁচটি দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন স্থায়ী সদস্য আর অন্য দশটি অস্থায়ী সদস্য।

গত সপ্তাহে আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে বৈঠক করা সম্ভব হয় নি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী দশ দেশের মধ্যে নয়টি দেশ আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসার জন্য পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা